পিএনএস ডেস্ক: কর্মসূচি পালনে ক্যাম্পাসে জড়ো হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয় সুজয় শুভ, এমএইচ তমালসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টায় তাদের গাড়িতে করে তুলে নিয়ে যায় বন্দর থানা পুলিশের একটি দল।
পাশাপাশি ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে ছাত্র শিক্ষকদের সমন্বয়ে দেশব্যাপী ছাত্র হত্যা এবং শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে ছাত্র শিক্ষক সংহতি সভায় অংশগ্রহণ করতে আসার সময় পথে তাদের আটক করা হয়।
বন্দর থানার ওসি এআর মুকুল জানান, নিরাপত্তার দিক বিবেচনা করে ১২ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তারা সবাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ক্যাম্পাসে ছাত্রলীগের কোনো কমিটি না থাকলেও ছাত্রলীগের একটি অংশ ক্যাম্পাসে অবস্থান নিয়েছে। কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেই কারণে তাদের অবস্থান বলে জানান তারা।
এসএস
ববির ছাত্র আন্দোলনের সমন্বয়ক শুভসহ গ্রেফতার ১২
01-08-2024 07:47PM
