নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

  03-08-2024 03:11AM

পিএনএস ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জিয়াউর রহমান (৩২) নামে এক কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (২ আগস্ট) রাত ৮টার দিকে মিজিমিজি এলাকায় এ ঘটনা ঘটে।

জিয়াউর রহমান শরীয়তপুরের জাজিরা থানার হাজির কান্দি গ্রামের মৃত আলী হোসেন হালদার ছেলে বলে জানা গেছে। কর্মসূত্রে তিনি সানারপাড় সাইনবোর্ড এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

জিয়াউরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু মো. রাজীব জানান, একটি চায়ের দোকানের সামনে তারা কয়েকজন বন্ধু মিলে লুডু খেলছিলেন। এ সময় হিজবুল্লাহ নামে স্থানীয় এক সন্ত্রাসী কোনোকিছু বুঝে ওঠার আগেই চাপাতি দিয়ে জিয়াউরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন