পিএনএস ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্রে করে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে সকাল থেকেই চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে অবস্থান নেন শিক্ষার্থী ও সাধারণ জনতা। এ সময় সদরঘাট এলাকার মোড় থেকে হামলা চালান ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ সময় গুলি ও ককটেল বিস্ফোরণ করেন তারা।
তবে রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে পালিয়েছেন তারা।
এর আগে শনিবার এক দফা ঘোষণার পরে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার ঘোষণা দেন নগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রথমে দুপুর আড়াইটায় নিউমার্কেট মোড়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করে। এরপর একই স্থানে দুপুর ১টায় অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় নগর আওয়ামী লীগ।
রাতে নিজেদের সময় পরিবর্তন করে বেলা ১১টা থেকে নিউমার্কেটে অবস্থানের ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
পিএনএস/রাশেদুল আলম
চট্টগ্রামে নিউমার্কেট মোড়ে ছাত্রলীগের হামলা
04-08-2024 12:25PM