পিএনএস ডেস্ক: শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের খবরে সারাদেশে পথে পথে সর্বস্তরের জনতা আনন্দ মিছিল করছেন। পাশাপাশি চলছে মিষ্টি বিতরণ। শেখ হাসিনা দেশ ছেড়েছেন এমন খবর ছড়িয়ে পড়ার পর উল্লাসে রাস্তায় নেমে আসেন সব জনতা।
চট্টগ্রাম
বন্দরনগরী চট্টগ্রামের সোমবার (৫ আগস্ট) বিকাল ৩টা থেকে নগরীতে আনন্দ মিছিল বের হয়। নগরীর মুরাদপুর, জিইসি, ষোলশহর, কাজির দেউড়ি, জামালখান, বহদ্দারহাট, আগ্রাবাদ, দেওয়ানহাট, চকবাজার, রাস্তার মাথাসহ প্রতিটি অলি-গলিতে এ আনন্দ মিছিল চলছে। চলছে মিষ্টি বিতরণও। এদিকে এক ঘণ্টার মধ্যে দোকানের সব মিষ্টি শেষ হয়ে যায়। দোকানিরা জানান, এমন পরিস্থিতি হবে আগে জানা ছিল না।
খুলনা
শেখ হাসিনার পদত্যাগ ও দেশছাড়ার খবরে উল্লাসে মেতেছে খুলনার মানুষ। বিকাল ৩টার পর থেকে হাজার হাজার মানুষ সড়কে নেমে আসে।
শিববাড়ি মোড় মুহূর্তেই জনাকীর্ণ হয়ে ওঠে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহর। ছাত্র-জনতার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও রাজপথে নেমে আসেন।
টাঙ্গাইল
শেখ হাসিনার দেশ ত্যাগের খবরে আনন্দ মিছিল করেছে টাঙ্গাইলের শিক্ষার্থী-অভিভাবক সমাজ। শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও এ আনন্দ মিছিলে যোগ দেয়। প্রথমে টাঙ্গাইল শহীদ মিনার চত্বর ও পুরাতন বাস স্ট্যান্ডে জড়ো হয় শিক্ষার্থীরা। পরে মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বান্দরবান
শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে বান্দরবানে অনন্দ মিছিল করেছে সাধারণ মানুষ। বিকেলে শহরের ট্রাফিক মোড় এ আনন্দ মিছিল করা হয়।
ঝিনাইদহ
শেখ হাসিনার পতনের খবরে শিক্ষার্থীরা শহরের পায়রা চত্বরে রং খেলায় মেতে ওঠেন। অনেকেই উঁচু স্থানে উঠে জাতীয় পলাতক নিয়ে স্লোগান দেয়। পুরো শহর উৎসবে মেতে ওঠে।
এসএস
জেলায় জেলায় আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ
05-08-2024 05:59PM