পালাতে গিয়ে বিমানবন্দরে ধরা স্বেচ্ছাসেবক লীগ নেতা

  08-08-2024 02:35PM




পিএনএস ডেস্ক: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজকে আটক করা হয়েছে। তিনি ওমরাহ ভিসা নিয়ে সৌদি আরবের পালিয়ে যাওয়া চেষ্টা করছিলেন।

বুধবার বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা তাকে আটক করে। পরবর্তীতে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল।

তিনি বলেন, আজিজ সংযুক্ত আরব আমিরাতের শারজাহ যাওয়ার চেষ্টা করছিলেন। এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে তার টিকিট কাটা ছিল। খবর পেয়ে বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয়েছে। পরবর্তীতে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

শেখ হাসিনা সরকার পতনের একদিন আগে অর্থাৎ গত ৪ আগস্ট নগরের চান্দগাঁও থানা এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা করেন তিনি। এসময় তিনি নিজেও আহত হন, পরবর্তীতে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। একটু সুস্থ হয়েই দেশ থেকে পালানোর চেষ্টা করেন আজিজ।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন