পিএনএস ডেস্ক: গত তিন দিন ধরে ফরিদপুর শহরের বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাসহ বিভিন্ন সামাজিক সংগঠনকে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) শহরের আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যানজট নিরসনে নিরব শেখ (১২) নামে এক শিশু শিক্ষার্থীকে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
নিরব শেখ ফরিদপুর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। এ কাজে অংশ নেওয়ায় নিরবকে পথচারী অনেকেই উৎসাহ দিয়েছেন।
জুনিয়র ট্রাফিক নিরব শেখ গণমাধ্যমকে বলেন, এই কাজটি করতে পেরে আমি দারুণভাবে নিজেকে উপভোগ করছি। দেশের জন্য কিছু করতে পারছি সেটাই আমার কাছে অনেক বড় বিষয়।
পিএনএস/আনোয়ার
সড়কে নেই ট্রাফিক পুলিশ, দায়িত্বে শিশু শিক্ষার্থী
09-08-2024 12:31PM