গরু বোঝাই ভটভটি উল্টে ব্যবসায়ীর মৃত্যু

  08-09-2024 12:22AM

পিএনএস ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে গরু বোঝাই ইঞ্জিনচালিত ভটভটি উল্টে এক গরু ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুই ব্যবসায়ী।

নিহত গরু ব্যবসায়ীর নাম শেখ স্বাধীন (৪৫)। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের দপরপাড়া গ্রামের ভান্ডারী শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৭ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে বকশীগঞ্জের নঈম মিয়ার হাট থেকে কয়েকটি গরু কিনে ইঞ্জিনচালিত ভটভটিতে করে নিজ বাড়িতে ফিরছিলেন গরু ব্যবসায়ী শেখ স্বাধীন ও অন্যান্য ব্যবসায়ীরা। পথিমধ্যে বগারচর ইউনিয়নের সারমারা পাবলিক মাঠ নামক স্থানে গরু বোঝাই ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে তিন গরু ব্যবসায়ী গুরুতর আহত হন।

এ সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সারমারা বাজারের আশরাফ উদ্দিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শেখ স্বাধীনকে মৃত ঘোষণা করেন। আহত দুজন চিকিৎসাধীন রয়েছেন।

বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন