নিখোঁজের দুদিন পর রিকশাচালকের মরদেহ উদ্ধার

  09-09-2024 01:56AM

পিএনএস ডেস্ক: নাটোরের নলডাঙ্গা উপজেলার অটোরিকশাচালক জাহাঙ্গীর আলমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে নওগাঁর আত্রাইয়ের শুটকিগাছা একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত অটোরিকশাচালকের বাড়ি নলডাঙ্গা উপজেলার ঠাকুরলক্ষীকুল এলাকায়।

নলডাঙ্গা থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম অটো নিয়ে দুদিন আগে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর রোববার দুপুরে তার স্ত্রী ও স্বজনরা নলডাঙ্গা থানায় অভিযোগ দিতে এলে জানতে পারেন, জাহাঙ্গীর আলমের মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লৎফর রহমান বলেন, ধারণা করা হচ্ছে অটো ছিনতাইয়ের জন্য জাহাঙ্গীর আলমকে হত্যা করে পুকুরে ফেলে গেছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন