পিএনএস ডেস্ক: নেত্রকোণার কলমাকান্দায় চোরাকারবারির গুদামে অভিযান চালিয়ে ৩৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে যৌথ বাহিনী। এসব চিনির মূল্য ১৮ লাখ টাকা।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) নেত্রকোণা সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার এ তথ্য নিশ্চিত করেন।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের উমরগাঁও নতুন বাজার গ্রামে মো. আনোয়ার ইসলামের গুদামে অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধ পথে আনা ভারতীয় চিনি গুদামে মজুত করে রাখা হয়েছে, এমন গোপন সংবাদে উপজেলার উমরগাঁও নতুন বাজার গ্রামে আনোয়ার ইসলামের গুদামে অভিযান চালায় কলমাকান্দা ক্যাম্পের ক্যাপ্টেন মো. আসিফ প্রামাণিক নুহাসের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল।
অভিযানে গুদামে থাকা চোরাচালানের ৩৫০ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) ভারতীয় চিনি জব্দ করা হয়। এসব চিনির বাজারমূল্য ১৮ লাখ টাকা। জব্দকৃত চিনি বিজিবির কাছে হস্তান্তর করা হবে।
পিএনএস/রাশেদুল আলম
নেত্রকোণায় গুদাম থেকে ৩৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ
13-09-2024 08:44PM