পিএনএস ডেস্ক: ঢাকার দোহারে অসুস্থ ছেলের জন্য ওষুধ কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন লাভলু তালুকদার নামে এক ব্যক্তি। রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত লাভলু তালুকদার (৪২) দোহার ঘাটা এলাকার সৈয়দআলী তালুকদারের ছেলে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, দোহার বাজার থেকে একটি ইজিবাইকে ছেলের জন্য ওষুধ কিনতে মেঘুলা বাজারের উদ্দেশ্যে রওনা হন লাভলু। এ সময় কাজিরচর পাওয়ার হাউজ এলাকায় নগর পরিবহণকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকারের ওপর ছিটকে পড়ে ইজিবাইকটি।
পরে ইজিবাইকের নিচ থেকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা লাভলুকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ইজিবাইকে থাকা আরও একজন বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন বলে জানান স্থানীয়রা।
পিএনএস/রাশেদুল আলম
ছেলের ওষুধ কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত বাবা
15-09-2024 11:06PM