বাবা দ্বিতীয় বিয়ে করায় অভিমানে ছেলের আত্মহত্যা

  15-09-2024 11:19PM

পিএনএস ডেস্ক: বাগমারায় গোয়ালকান্দি ইউনিয়নে গ্রামপুলিশ সদস্য আসলাম আলী দ্বিতীয় বিয়ে করায় বাবার ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ছেলে। তার নাম আল আমিন হোসেন। তিনি তাহেরপুর বাজারের একজন মুদি ব্যবসায়ী।

জানা গেছে, গোয়ালকান্দি ইউনিয়নের গ্রামপুলিশ সদস্য হাজরাপুকুর গ্রামের আসলাম আলী স্ত্রী ও তিনটি সন্তান থাকা সত্ত্বেও কয়েক দিন আগে গোপনে দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে বাবার সঙ্গে বড় ছেলে মুদি ব্যবসায়ী আল আমিনের ঝগড়া হয়। এ সময় বাবা আসলাম আলী আদালতে এফিডেফিট করে ব্যবসায়ী ছেলে আল আমিনকে ত্যাজ্যপুত্র করার ঘোষণা দেন। এতে অভিমান করে রোববার সকালে আল আমিন নিজ ঘরে দরজা-জানালা বন্ধ করে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন