পিএনএস ডেস্ক: চোর সন্দেহে গণপিটুনিতে চট্টগ্রামের পটিয়ায় এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার শান্তিরহাট এলাকায় মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বুধবার (২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার এসআই আসাদুজ্জামান। নিহত সুজন মিয়া (২৩) কুমিল্লার মুরাদনগর উপজেলার কবির হোসেনের ছেলে। তিনি বিয়ের ক্লাবে ওয়েটার হিসেবে কাজ করতেন।
জানা গেছে, রাতে ব্যাটারি চুরি করেছেন, এমন দাবি করে স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দেয়। পরে ভোরে তার মৃত্যু হয়। পটিয়া থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত সুজনের বাবা কবির হোসেন বলেন, সকাল সাড়ে ৬টায় খবর পেয়ে পটিয়ার শান্তিরহাটে গিয়ে ছেলেকে মুমূর্ষু অবস্থায় দেখতে পাই। এ সময় সে আমার কাছে পানি খেতে চায়। পরে তাকে শান্তিরহাটের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পটিয়া থানার এসআই আসাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
পিএনএস/রাশেদুল আলম
চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
02-10-2024 11:12AM