পিএনএস ডেস্ক: চট্টগ্রামে শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ২ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় কাশি, অ্যান্টিবায়োটিক ও ডায়াবেটিকসের ওষুধসহ বিপুল মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করার পাশাপাশি ২ লাখ ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২ অক্টোবর) পাঁচলাইশে প্রতিষ্ঠানটির দ্বিতীয় ও ষষ্ঠ তলায় থাকা দুটি ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও মহানগর কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার ও রানা দেব নাথ এ অভিযান পরিচালনা করেন।
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর জানায়, মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো প্রতিষ্ঠানটি বিক্রির উদ্দেশ্যে মেয়াদ আছে এমন ওষুধের সঙ্গেই সংরক্ষণ করছিল। শেভরণ ক্লিনিকের ল্যাবরেটরি লিমিটেডের জিএম পুলক পারিয়াল মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকার বিষয়টি স্বীকার করলেও ফার্মেসি দুটি ভাড়ায় চলছে বলে দাবি করেন।
শেভরণ ক্লিনিকের ল্যাবরেটরি লিমিটেডের জিএম পুলক পারিয়াল বলেন, আমরা এসব ফার্মেসি করতে ভাড়া দিয়েছি। এমন কাজের জন্য তাদের সঙ্গে মিটিং চলছে। যদি পুনরায় তারা এমন কাজ করে তাহলে তাদের সঙ্গে চুক্তি বাতিল করা হবে।
অভিযান পরিচালনাকারীরা বলেন, জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
পিএনএস/রাশেদুল আলম
চট্টগ্রামে শেভরণের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, জরিমানা
02-10-2024 01:05PM