পিএনএস ডেস্ক : কক্সবাজারের পেকুয়ায় মাছের ঘের থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের পশ্চিম সিরাদিয়া এলাকায় একটি মাছের ঘের থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
উদ্ধার হাওয়া দুই শিশু হলো, ওয়াজ উদ্দিনের ছেলে আবু বক্কর ছিদ্দিক (৮), নজরুল ইসলামের ছেলে নাজেম উদ্দিন (৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
বিষয়টি নিশ্চিত করেন পেকুয়া সদর ইউনিয়নের ইউপি সদস্য মো. মানিক।
তিনি বলেন, সকালে দুই ভাই ঘরের পাশে খেলছিল। হঠাৎ করে দুজনে নিখোঁজ হয়। পরিাবরের সদস্যরা সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করলেও তাদের পাইনি।
পরে স্থানীয় বাসিন্দারা বিকেল ৪টার দিকে মাছের ঘেরের ঝিঁক থেকে মাছ উঠানোর সময় ওই দুই শিশুর মরদেহ দেখতে পান। পরে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, মাছের ঘের থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। হয়তো বা খেলতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করছি।
পিএনএস/এএ
মাছের ঘেরে পড়েছিল নিখোঁজ দুই শিশুর লাশ
06-10-2024 10:13PM