পিএনএস ডেস্ক: কুমিল্লার হোমনায় সিরাজুল ইসলাম (৫২) হত্যার ঘটনায় তার ছেলে মো. টুটুল (২০) বাদী হয়ে বাঞ্ছারামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় মামলার এজাহারনামীয় আসামি বাদীর মা (নিহতের স্ত্রী) তানিয়া ইসলাম মনি বেগমকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বাঞ্ছারামপুর থানার ওসি মো. নাছির উদ্দিন।
নিহতের বড় মেয়ে শিমু আক্তার জানান, তার মা ও বাবার মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া চলত। তার বাবাকে তাদের সামনেই তার মা বঁটি দিয়ে, ঝাড়ু দিয়ে মারতে চাইতেন। বাবাকে খুব অশান্তিতে রাখতেন মা, বাবা আমাকে ফোন দিয়ে কান্না করে বলতেন- মারে আমার শান্তি নাই।
কেন আপনার বাবার সঙ্গে মা এমনটি করেছিল? জানতে চাইলে শিমু বলেন, আমার মায়ের চলাফেরা ভালো ছিল না। তিনি খারাপ নারীদের সঙ্গে চলতেন এবং যখন তখন বাসা থেকে বের হয়ে যেতেন। এতে আমার বাবা বাধা দিলেই মা বাবার সঙ্গে খারাপ আচরণ করতেন আর বলতেন- ‘তোর রক্ত দিয়ে গোসল করমু’। ৯ মাস আগে এসব হুমকি ধমকি দিয়ে বাসা থেকে চলে যান মা। আজ ৯ মাস যাবত বাসায় থাকেন না মা। প্রতিবেশী ছবির মিয়া, পাপিয়া, কালন ও রাহিমার বাড়িতে থাকতেন এবং এই বাড়িগুলো থেকেই আমার বাবাকে বারবার হুমকি দিতেন। আমি আমার বাবার হত্যার বিচার চাই বলে কান্নায় ভেঙে পড়েন শিমু।
নিহত সিরাজুল ইসলামের মা সারজাহান বেগম (৭০) বলেন, আজ ৯ মাস যাবত আমি এই বয়সে আমার ছেলেকে রান্না করে খাওয়াই। শনিবার রাতে দোকান থেকে আসার পর মা-ছেলে একসঙ্গে ভাত খাই এবং রাত ১২টা পর্যন্ত আমার ঘরে ছিল। পরে তার ঘরে ঘুমাতে যায়। ভোরবেলা শুনতে পাই আমার ছেলেকে মেরে ফেলেছে।
তিনি আরও বলেন, ছেলের বউই আমার ছেলেকে মারছে, সে (ছেলের বউ) ৯ মাস ধরে আমার বাড়ি আসে না, প্রতিবেশীদের বাড়িতে থাকে, আমি আমার ছেলে হত্যার বিচার চাই। এই কথা বলে কান্না করতে থাকেন।
বাঞ্ছারামপুর থানার ওসি নাসির উদ্দিন বলেন, নিহত সিরাজুল ইসলামের ছেলে টুটুল (২০) বাদী হয়ে তার মা তানিয়া ইসলাম মনি বেগমের নাম উল্লেখ ও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করেছেন। তানিয়া ইসলামকে গ্রেফতার করে মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্তের স্বার্থে সব বলা যাচ্ছে না।
উল্লেখ্য, রোববার ভোরে সিরাজুল ইসলামকে (৫২) পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া গ্রামের মাঈনুদ্দিন মেম্বারের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে সিরাজুল ইসলামকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিরাজুলের মাথায় ও মুখে আঘাতের চিহ্ন ছিল।
তিনি হোমনা উপজেলার রামকৃষ্ণপুর পূর্ব আড়ালিয়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
পিএনএস/রাশেদুল আলম
বাবাকে হত্যা: ছেলের মামলায় গ্রেফতার মা
08-10-2024 10:05PM