পিএনএস ডেস্ক : শ্রমিক বিরোধের জেরে ৩ দিন ধরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের পরিবহন শ্রমিকেরা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
বুধবার (৩০ অক্টোবর) বিষয়টি সমাধানের উদ্দেশ্যে আলচনায় বসার কথা রয়েছে।
সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বাধ্য হয়ে অতিরিক্ত অর্থ খরচ করে বিকল্প পথে সিএনজি ও অটোরিকশা করে চলাচল করতে হচ্ছে সাধারণ যাত্রীদের। আর এই সুযোগে অটোরিকশা ও সিএনজি চালকরা গলাকাটা অর্থ আদায় করছেন।
জানা যায়, রাজশাহীর আল-মাহি পরিবহনের বাসচালক সাঈদ হাসান সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকদের হাতে মারধরের শিকার হন এমন অভিযোগ উঠেছে। তবে চাঁপাইনবাবগঞ্জ বাস মালিক সমিতির নেতাদের দাবি-যাত্রীদের দারা লাঞ্ছিত হন রাজশাহীর বাস শ্রমিক।
এ বিষয়ে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, ‘শনিবার রাতে রাজশাহীর এক বাসে চাঁপাইনবাবগঞ্জের একজন বাসশ্রমিক ছিলেন। বাসে ভাড়া চাওয়াকে কেন্দ্র করে তার সঙ্গে রাজশাহীর বাসের কন্ডাক্টরের কথা-কাটাকাটি হয়। এরপর বাসটি চাঁপাইনবাবগঞ্জে ঢুকলে এর চালক, হেলপারসহ তিনজনকেই মারধর করা হয়। এ সময় একজন রক্তাক্ত জখম হন।’
পিএনএস/এএ
রাজশাহী-চাঁপাই রুটে বাস চলাচল বন্ধ
30-10-2024 02:54PM