পিএনএস ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় ভিমরুলের কামড়ে তুহিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তুহিনের মাসহ আরও পাঁচ জন।
নিহত তুহিন জেলার ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের তালুটিয়া গ্রামে মো. আশরাফুলের ছেলে। বুধবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তুহিন মারা যায়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিক উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে ভালুকার উথুরা থেকে ভিমরুলের কামড়ে আহত ৬ জন হাসপাতালে ভর্তি হয়। পরে রাত ৮টার দিকে শিশু তুহিন মারা যায়। নিহত তুহিনের মা লাইলীর অবস্থা গুরুতর। অন্যরা এ হাসপাতালেই চিকিৎসাধীন।
বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার উথুরা ইউনিয়নের তালুটিয়া গ্রামে ধানক্ষেতে পড়ে থাকা শুকনো তালের পাতা আনতে যায় ওই গ্রামের হাফিজুলের স্ত্রী নুর জাহান (৪০)। তালের পাতা টানতেই ভিমরুল নুর জাহানকে কামড় দেয়। এতে নুর জাহান চিৎকার দিলে তার শিশু ছেলে নাফির (৫), তাওহীদ (৭) একই এলাকার আশরাফুলের স্ত্রী লাইলী বেগম ও তার শিশু ছেলে তুহিন (৬) এবং হৃদয় মিয়ার স্ত্রী রিমি (১৯) তার কাছে যায়। এ সময় নিহত তুহিনসহ ৬ জনকে কামড়ে আহত করে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তুহিন মারা যায়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামছুল হুদা খান বলেন, শুনেছি তুহিন নামে এক শিশু ভিমরুল কামড়ে নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও পাঁচ জন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
পিএনএস/রাশেদুল আলম
ময়মনসিংহে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু, হাসপাতালে ৫ জন
31-10-2024 01:28AM