সিলেটে কিশোর খুনের ঘটনায় ২ জন গ্রেপ্তার

  02-11-2024 10:46AM



পিএনএস ডেস্ক : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট মহানগরীর সাগরদিঘীরপারে শাওন নামের এক কিশোর হত্যা মামলায় পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যা্ব।

শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা জেলার উত্তরখান থানার সামুরখাল কমপ্লেক্সের সামনের পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- সিলেট নগরীর কোতোয়ালি থানাধীন বাগবাড়ি এলাকার নুরুল আমীনের ছেলে সেলিম ওরফে ছালিম (২০) ও একই এলাকার মাসুক মিয়ার ছেলে রাব্বি (২১)।

বিষয়টি নিশ্চিত করে র্যােব-৯ এর সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাযব-৯, সিলেট ও র্যা ব-১ সিপিসি-২, ঢাকা এর যৌথ অভিযানে গতরাত অনুমানিক আড়াইটার দিকে ঢাকা জেলার উত্তরখান থানাধীন সামুলখার কমপ্লেক্সের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তার আসামিকে এসএমপির সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উক্ত মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র্যা বের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত মাসের ১৮ অক্টোবর সিলেট মহানগরীর সাগরদিঘীরপাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে শাওন আহমেদ (১৭) নামের এক কিশোর খুন হন। এ ঘটনায় ২০ অক্টোবর সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা আমামলা দায়ের করা হয়। এরপর থেকে মামলার আসামিরা আত্মগোপনে ছিল।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন