গাজীপুরে দুই নারীসহ গ্রেপ্তার ৫

  03-11-2024 10:24AM

পিএনএস ডেস্ক: যৌথ বাহিনীর অভিযানে গাজীপুরে দুই নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) মধ্যরাতে মহানগরের লক্ষীপুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

যৌথ বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে মহানগরের লক্ষীপুরা এলাকায় বিভিন্ন বাসা-বাড়িতে অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ।

যৌথ বাহিনী আরও জানায়, গ্রেপ্তারকৃতদের গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক ও সন্ত্রাসীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন