পিএনএস ডেস্ক: নেত্রকোণার মোহনগঞ্জের টুনাই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গাগলাজুর ইউনিয়নের টুনাই নদী থেকে মধ্য বয়সী ওই ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি আমিনুল ইসলাম বলেন, ধনু নদী বা অন্য কোন নদী দিয়ে মরদেহ ভেসে এখানে এসেছে বলে ধারণা করছি। পরিচয় শনাক্তে সিবিআইয়ের সঙ্গে কথা বলেছি। তারা প্রযুক্তির মাধ্যমে ওই ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করবে। এছাড়া দেশের সকল থানায় এ বিষয়ে বার্তা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কয়েকদিন আগে হত্যার পর মরদেহ পানিতে ফেলে দিয়েছে বলে ধারণা করছি। ফলে দেহটি পঁচে গলে গিয়েছে। সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হবে।
পিএনএস/রাশেদুল আলম
নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
04-11-2024 12:37AM