পিএনএস ডেস্ক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সেনাবাহিনীর ও পুলিশের যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় চার মাদক কারবারি ও কিশোর অপরাধী সন্দেহে ছয়জনসহ ১০ সদস্যকে আটক করা হয়।
শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক।
এর আগে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিনগত রাতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট জাবিদের নেতৃত্বে উপজেলায় মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপজেলার বেলতলি এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজা, দুটি মোবাইল সেট, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, ৩৪ ফিল্টার এবং একটি মোটরবাইক উদ্ধার এবং চার মাদক কারবারিকে আটক করা হয়। এছাড়াও উপজেলার অন্যান্য এলাকা থেকে কিশোর গ্যাং সন্দেহে ছয় কিশোরকে আটক করে যৌথবাহিনী।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, সেনাবাহিনীর উপস্থিতিতে কিশোর গ্যাং সদস্য সন্দেহে আটক ছয়জনের অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। আর মাদকসহ আটক চার কারবারির বিরুদ্ধে থানায় মামলার পর আজ চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
পিএনএস/রাশেদুল আলম
চাঁদপুরে কিশোর অপরাধীসহ আটক ১০
29-11-2024 10:08PM