খেলার মাঠে ‘স্ট্রোক’ করে রাবি শিক্ষার্থীর মৃত্যু

  01-12-2024 08:42PM

পিএনএস ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্রিকেট খেলার সময় ‘স্ট্রোক’ করে মেহেদী হাসান সিয়াম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এ ঘটনা ঘটে।

সিয়াম বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

জানা গেছে, রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে আইন ও ভূমি প্রশাসন বিভাগ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল। খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উপস্থিত শিক্ষার্থীরা সিয়ামকে প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যায় এবং পরবর্তীতে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক সাহাল উদ্দিন বলেন, ‘মাঠে খেলা চলাকালে সিয়াম হঠাৎ পড়ে যায়। তখন তাকে প্রথমে রাবি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরে রামেকে নেওয়ার পথে সে মারা যায়। এটা প্রাথমিকভাবে স্ট্রোক মনে করা হচ্ছে।’

পিএনএস/রাশেদুল আলম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন