গণপরিবহনে ৩০ শতাংশ নারী আসনের দাবি

  08-03-2023 04:43PM

পিএনএস ডেস্ক : গণপরিবহনে নারী আসন ৩০ শতাংশ করার দাবি জানিয়েছে সেভ দ্য রোড নামের একটি সংগঠন। আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত শান্তি সড়ক সমাবেশ থেকে এই দাবি তোলা হয়।

সমাবেশ থেকে বলা হয়, ট্রেন-লঞ্চ ও বিমানে নারীদের জন্য নূন্যতম ৩০ শতাংশ নারী আসন নিশ্চিতের পাশাপাশি সড়ক নীতিমালা কার্যকরের জন্য মন্ত্রী-সচিব-বিআরটিএর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারির প্রতি আহ্বান করা হচ্ছে।

সংগঠনটির মহাসচিব শান্তা ফারজানা বলেন, গণপরিবহনে নারী ধর্ষণের যতগুলো ঘটনা ঘটেছে, একটিরও বিচার আজও সুষ্ঠুভাবে শেষ হয়নি, যে কারণে নির্মম বাস্তবতার মুখোমুখি হচ্ছে আমাদের মা, আমাদের বোনেরা। বাসে নারীরা সুরক্ষিত না। বসার জায়গাও পায় না। নারী যাত্রী বেড়েছে কিন্তু নারী আসন বাড়েনি।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন