৫ বছরে প্রতিশ্রুত বৈদেশিক সাহায্যের অর্ধেক ছাড় পাওয়া গেলো

  10-01-2017 02:28PM


পিএনএস, এবিসিদ্দিক: প্রতিশ্রুতি অনুযায়ী বৈদেশিক আর্থিক সাহায্যের অর্থ পাওয়া যাচ্ছে না। গত ৫ বছরে(২০১১-১২ থেকে ২০১৫-১৬ অর্থবছর পর্যন্ত) প্রতিশ্রুত বৈদেশিক সাহায্যের যে অঙ্গিকার দেয়া হয়েছিল, তার বিপরীতে পাওয়া গেছে প্রায় অর্ধেক। এসময়ে প্রতিশ্রুত অর্থের পরিমাণ ছিল ২৮ দশমিক ৭২ মিলিয়ন মার্কিন ডলার আর ছাড় পাওয়া গেছে ১৪ দশমিক ৫১ মিলিয়ন ডলার। প্রতি বছর গড়ে ছাড় পাওয়া গেছে ২ দশমিক ৯ বিলিয়ন ডলার।

অপরদিকে চলতি ২০১৬-১৭ অর্থবছরে এডিপিতে নতুন প্রকল্প গ্রহণে নিরুৎসাহিত করার কথা বলা হলেও পূর্বের মতই প্রকল্প সাহায্য নির্ভরতা রাখা হয়েছে। চলতি অর্থবছরের এডিপিতে বাংলাদেশের সুষম উন্নয়ন ও উচ্চতর প্রবৃদ্ধি অর্জন, আয় বৃদ্ধি, দারিদ্র্য নিরসন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক দারিদ্র্য ও আয় বৈষম্য দূরীকরণ, খাদ্যে সক্ষমতা অর্জন ও পুষ্টিমান উন্নয়ন, সামাজিক নিরাপত্তার অগ্রগতি সম্প্রসারণ, মানবসম্পদ উন্নয়ন, কৃষি-পানি সম্পদ ও পল্লী অবকাঠামো উন্নয়ন, রফতানি প্রসার ও শিল্পায়ন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন, রেল-নৌ ও সড়ক যোগাযোগ অবকাঠামো সম্প্রসারণ ও উন্নয়ন, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন, লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রসার, সুশাসন এবং জলবায়ু সংবেদনশীল ও পরিবেশবান্ধব উন্নয়ন কর্মসূচিকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন