কমছে না জ্বালানি তেলের দাম: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

  18-01-2017 05:18PM

পিএনএস ডেস্ক: জ্বালানি তেলের দাম কমছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, `জ্বালানি তেলের দাম দুই ধাপে কমানোর কথা ছিল। আমরা অনুমতির জন্য পাঠিয়েছিলাম। কিন্তু হঠাত করে সারাবিশ্বে তেলের দাম বেড়ে যাওয়াতে সমস্যা তৈরি হয়েছে। বিশ্বব্যাংক আভাস দিয়েছে যে আগামী বছরেও বাড়তে পারে তেলের দাম। তাই সবকিছু পর্যালোচনা করে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, তেলের দাম সমন্বয়ে না যাওয়ার।`

নসরুল হামিদ বলেন, `এখনও ১৬-১৭ হাজার কোটি টাকা পাবে সরকার। রিফারিং করতে যাচ্ছি এ টাকা শোধ করতে হবে। এটাতো বিপিসির টাকা।`

তিনি জানান, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের প্রক্রিয়াকরণ ক্ষমতা ১৫ লক্ষ মেট্রিক টন। বর্তমান রিফাইনারি পরিশোধন ক্ষমতা আরও ৩০ লক্ষ মেট্রিক টন বৃদ্ধি করার জন্য `ইনস্টেলেশন অব ইআরএল ইউনিট-২` প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ২৪০০ কোটি টাকা সাশ্রয় হবে।

তিনি আরও জানান, এই প্রক্লপের ব্যয় ১৬৭৩৯ কোটি টাকা। এর বাস্তবায়নকাল ২০১৮ সালের জানুয়ারি হতে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত। প্রকল্পটি বিপিসির নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হবে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন