সাত বছরে ১৭,১৪০ মিলিয়ন ডলার বৈদেশিক সাহায্য গ্রহণ

  20-02-2017 09:29AM



পিএনএস, এবিসিদ্দিক: সরকার গত সাত বছরে (২০০৯-১০ থেকে ২০১৫-১৬ অর্থবছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত) ১৭,১৪০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি বৈদেশিক সাহায্য গ্রহণ করেছে। যদিও একই বৈদেশিক সাহায্যের প্রতিশ্রুতি ছিল ৩২,৩৯৮ মিয়িলন ডলারের বেশি।

উল্লেখিত সময়ে ঋণ প্রাপ্তির প্রতিশ্রুতি ছিল ২৭,৮৯৭ দশমিক ৮৫ মিলিয়ন ডলারের আর পাওয়া গেছে ১২,৮৫৭ দশমিক ৭২ মিলিয়ন ডলার। অনুদান প্রতিশ্রুতি ছিল ৪,৫০০ মিলিয়ন ডলার যার বিপরীতে পাওয়া গেছে ৪,২৮৩ দশমিক ২৫ মিলিয়ন ডলার।

অপরদিকে গত অর্থবছরে ২৬ টি উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশের কাছ থেকে ৮২ টি চুক্তির মাধ্যমে ৬,৯৯৭ দশমিক ৯৭ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পাওয়া যায়। এর মধ্যে ঋণ প্রতিশ্রুতি ছিল ৬,৫০৩ দশমিক ১৫ মিলিয়ন ডলার আছে অনুদান প্রতিশ্রুতি ছিল ৪৯৪ দশমিক ৮২ মিলিয়ন ডলারের। তবে ঋণ ও অনুদান চুক্তির অর্ধেক ছাড় পাওয়া যায়(৩,৪৪৯ দশমিক ৯৭ মিলিয়ন ডলার)।

চলতি অর্থবছরে(২০১৬-১৭) বৈদেশিক সাহায্যের প্রতিশ্রুতি পাওয়া যায় ৬ হাজার মিলিয়ন মার্কিন ডলারের। ইতোমধ্যে চুক্তি অনুযায়ী সম্পুর্ণ অর্থের ছাড় পাওয়া গেছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন