৬০ হাজার টন চিনি উৎপাদন

  03-03-2017 10:20AM



পিএনএস, এবিসিদ্দিক: চলতি অর্থ বছরে রাষ্ট্রায়ত্ব চিনিকল ৬০ হাজার টন চিনি উৎপাদন করেছে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন সূত্রে জানা যায়, ১৫ টি চিনিকলে আখ মাড়াই হয়েছে ৯ লাখ ৯১ হাজার ৩৪৯ টন।

গত অর্থবছরে চিনি উৎপাদন হয়েছিল ৫৮ হাজার ২১৯ টন। আর আখ মাড়াই হয়েছিল ৯ লাখ ৬৩ হাজার টন। চিনিকল গুলোর মধ্যে পঞ্চগড় ৩ হাজার ৮৬৭ টন, ঠাকুরগাও ৪ হাজার ২৫০ টন, সেতাবগঞ্জ ৩ হাজার ৭২৫ টন, শ্যামপুর ৩ হাজার ২০০ টন, রংপুর ১ হাজার ৬৬৭ টন, জয়পুরহাট ৩ হাজার ৯১৮ টন,রাজশাহী ৩ হাজার ৩৬০ টন, নাটোর ৬ হাজার ৭৪৮ টন, নর্থবেঙ্গল ৮ হাজার ৯৫৫ টন, পাবনা ২ হাজার ১৪৬ টন, কুষ্টিয়া ১ হাজার ৭৭৫ টন, কেরু ৪ হাজার ৩৪৯ টন, মোবারকগঞ্জ ৪ হাজার ৬৩৩ টন, ফরিদপুর ২ হাজার ৬৪৫ টন ও জিলবাংলা ৪ হাজার ৬৬৯ টন চিনি উৎপাদন করে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন