জীবনযাত্রার ব্যয় বাড়ছেই

  23-03-2017 10:20AM


পিএনএস, এবিসিদ্দিক: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নয়, বরং বৃদ্ধিতে সরকার সহায়ক ভুমিকা পালন করছে। বাজার নিয়ন্ত্রণে সরকারের কোন ভুমিকা নেই। নিয়ন্ত্রণহীন বাজার ব্যবস্থায় সরকার নিরব দর্শক। বিশেষ করে দফায় দফায় জ্বালানীর(গ্যাস-বিদ্যুৎ) দাম বাড়িয়ে জীবনযাত্রা ব্যয় বাড়িয়ে দিচ্ছে। গ্যাসের দাম বাড়ার অজুহাতে ভোগ্য পন্যের দামও বাড়িয়ে দেয়া হয়েছে বা হচ্ছে। জ্বালানী তেলের মূল্যের উপর গোটা বিশ্বেই পণ্যের বাজার অনেকটা নির্ভরশীল।

দফায় দফায় আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম কমে যাওয়ায় কমছে পণ্যের দামও। কিন্তু বাংলাদেশে উল্টো চিত্র। বাংলাদেশে দাম বাড়ছে। আন্তর্জাতিক বাজারে যখন ভোজ্য তেলের দাম কমছে, তখন বাংলাদেশে বাড়ছে। শুধু ভোজ্য তেলই নয়, চাল, ডাল, আদা, রসুন, গুড়া দুধ, সহ অন্যান্য ভোগ্য পণ্যের আন্তর্জাতিক বাজার দর কমছে, আর বাংলাদেশে বাড়ছে। সরকারে কয়েকটি বাজার নিয়ন্ত্রণকারি প্রতিষ্ঠান থাকলেও সেগুলোর কোন ভুমিকাই নেই। চালের(সরু) দাম গত একবছরের ব্যবধানে(টিসিবি’র তথ্য) ৩দশমিক ৩ শতাংশ, আর মোটা ১৬ দশমিক ৬৭ শতাংশ বেড়েছে। সয়াবিন লুজ ৬ দশমিক ৭৫, বোতল ১৪ দশমিক ১২ শতাংশ বেড়েছে। পাম তেল ১১ দশমিক ৮১ থেকে ১৩ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে। ছোলা বেড়েছে ২৭ দশমিক ৯১ শতাংশ। চিনি ৩১ দশমিক ৩৭, লবণ ২৬ শতাংশ বেড়েছে। ডালের দাম বেড়েছে ১৭ দমমিক ৯০ থেকে ২৭ দশমিক ৯১ শতাংশ। বেড়েছে জিরা, আদা রসুনের দাম। মূলতঃ জীবনযাত্রার ব্যয় বেড়েই চলছে। আর এনিয়ে সরকারের কোন মাথা ব্যথা নেই। ক্যাব তাদের বাজার জরিপে বলেছে, ২০১৬ সালে আগের বছর অর্থাৎ ২০১৫ সালের চেয়ে জীবনযাত্রার ব্যয় বেড়েছে ৬ দশমিক ৪৭ ভাগ যা এখন ৭ শতাংশ ছাড়িয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন