ছুটি শেষে চালু হলো হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি

  07-09-2017 03:03AM

পিএনএস ডেস্ক: টানা ৫দিন বন্ধ থাকার পর বুধবার থেকে পুনরায় শুরু হয়েছে দেশের দ্বিতীয় বৃহৎ স্থলবন্দর হিলির আমদানি-রফতানি কার্যক্রম।

বুধবার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়াই আবারো প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে বন্দর এলাকায়। দেশের বিভিন্ন স্থান থেকে পণ্য নিতে আসা ট্রাক গুলো বন্দরের বিভিন্ন পয়েন্টে ভিড়তে শুরু করেছে এরই মধ্যে।

ঈদুল আযহা উপলক্ষে ১ সেপ্টেম্বর শুক্রবার থেকে ৫ সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধসহ টানা ৫দিনের ছুটি ঘোষণা করে বন্দরের ব্যবসায়ীদের সংগঠন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন।

বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্ট লিংক লিমিটেড কর্তৃপক্ষ জানিয়েছেন, বুধবার সকাল থেকে শ্রমিকরা বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। সেই সাথে ট্রাকে পণ্য উঠা-নামা ও পরিবহরেনর কাজও শুরু হয়েছে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন