‘সুদমুক্ত হলে ধ্বংস হবে কৃষিঋণ’

  11-12-2017 12:46AM

পিএনএস ডেস্ক: সুদমুক্ত কৃষি ঋণ দেয়া হলে কৃষি ঋণকে ধ্বংস করে দেয়া হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, বাংলাদেশ সরকার কৃষি ঋণে ভর্তুকি দিচ্ছে। প্রয়োজনে আরো দেয়া হবে। তবে সুদমুক্ত কৃষিঋণ দেয়ার সুযোগ নেই।

রোববার রাজধানীর শাহবাগে সুফিয়া কামাল জাতীয় গণ-গ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে দিনব্যাপী এক সেমিনারের সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘দারিদ্র্য বিমোচন ও মৌলিক মানবাধিকার নিশ্চিতকরণে করণীয়’ শীর্ষক এ সেমিনারের যৌথ আয়োজক ছিল সর্বদলীয় সংসদীয় গ্রুপ, আমার অধিকার ফাউন্ডেশান এবং অক্সফাম। তিনটি সেশনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

দারিদ্র্য বিমোচনকে মূল টার্গেট হিসেবে নিতে হবে উল্লেখ করে মুহিত বলেন, খাদ্য ঘাটতির কথা বলা হচ্ছে। আমি বলবো দেশের মানুষ বর্তমানে না খেয়ে থাকে না। অভাবে মারা যায় না।

সেমিনারের সমাপনী অধিবেশনে উপস্থিত ছিলেন অধ্যাপক রেহমান সোবহান, কাজী খালেকুজ্জামান আহমেদ, মকবুল হোসেন, আ ক ম জাহাঙ্গীর হোসেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি প্রমুখ।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন