পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

  16-06-2021 03:27PM

পিএনএস ডেস্ক : পুঁজিবাজারে বুধবার (১৬ জুন) সূচকের ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন শুরু হয়ে শেষ পর্যন্ত তা অব্যাহত ছিল। এদিন বাজারে সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

জানা গেছে, আগের কার্যদিবসের চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৮৩ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ১০৯ কোটি ৬৮ লাখ টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৩২ কোটি ৫৮ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৭২টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৮২টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৪১ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬৮ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৪৪ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৫৫৮ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হওয়া ৩১৮টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৫৪টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৭৯ কোটি ১৭ লাখ টাকা।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন