'টিউবলাইট' প্রথম দিনে আলো জ্বালাতে পারেনি

  25-06-2017 02:01PM

পিএনএস ডেস্ক : বজরঙ্গি ভাইজান ও সুলতান ছবির রেকর্ড ভাঙতে না পারলেও সালমান খানের নতুন ছবি টিউবলাইট শুরুর দিন খারাপ করেনি। মুক্তির প্রথম দিনেই গোটা ভারতে ২১.১৫ কোটি রুপির ব্যবসা করেছে ছবিটি। তবে প্রত্যাশার থেকে প্রাপ্তি কম হওয়ায় হতাশ ছবিটির সঙ্গে সংশ্লিষ্টরা।

প্রতি বছর ঈদের বাজার ধরতে ঠিক এই সময় ছবি বাজারে আনেন সালমান। সেই ধারাবাহিকতায় গত শুক্রবার মুক্তি পায় টিউবলাইট। ছবিটির সঙ্গে সংশ্লিষ্টরা ধারণা করছিলেন, প্রথম দিনে ৩০ থেকে ৩৫ কোটির ব্যবসা করবে। তবে প্রথম দিনে কাঙ্ক্ষিত আয় না হওয়ায় কিছুটা হতাশ তারা।

তাদের দাবি, সালমান খানের মাপকাঠিতে মোটেই ভাল চলেনি ছবিটি। তবে তারা এটাও মাথায় রাখছেন রমজান চলছে বলে লোকে ততটা বাইরে গিয়ে সিনেমা দেখছেন না। তাদের প্রত্যাশা, সপ্তাহের শেষে ভিড় বাড়বে এবং ৫৫ থেকে ৬০ কোটি রুপি রোজগার করে ফেলবে টিউবলাইট।

এর আগে, গত বছরের ঈদে মুক্তি পায় সালমানের সুলতান। প্রথম দিনে তা ৩৬.৫৪ কোটির ব্যবসা করে। আবার প্রথম দিন বজরঙ্গি ভাইজানের ঝুলিতে আসে ৩৬.৫০ কোটি রুপি।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন