পাকিস্তানকে মোদীর চড়া সুর, এড়িয়ে গেল আমেরিকাও

  19-10-2016 12:56PM



পিএনএস ডেস্ক: সব্রিকস শীর্ষ সম্মেলনে পাকিস্তানকে নরেন্দ্র মোদীর তীব্র আক্রমণ প্রসঙ্গে মন্তব্য করতে রাজি হলো না আমেরিকা। ভারত ও পাকিস্তানকে শান্তিপূর্ণ উপায়ে তাদের সমস্যা মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে হোয়াইট হাউজ।

পাক-ভারত বিবাদ ইস্যুতে আমেরিকা ভারতের পাশে আছে এমন দাবি করলেও সোমবার হোয়াইট হাউজের মুখপাত্র বলেছেন, ওয়াশিংটনের অবস্থানে সামান্য হলেও বদল লক্ষ্য করা যাচ্ছে।

এদিকে ব্রিকস সম্মেলন শেষ হওয়ার পর চীনা বিদেশ মন্ত্রণালয় মোদীর চড়া পাকিস্তান বিরোধিতার সমালোচনা করেছে।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত ব্রিকস-এর শীর্ষ সম্মেলন গত রবিবার গোয়ায় অনুষ্ঠিত হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী সেই মঞ্চেও পাকিস্তানের সঙ্গে ভারতের বিরোধ তথা সন্ত্রাসকে অন্যতম মূল আলোচ্য করে তুলেছিলেন। কিন্তু সে চেষ্টা সফল হয়নি।

সন্ত্রাস ইস্যুতে বার বার ভারতের পাশে দাঁড়িয়েছে যে রাশিয়া, তারাও কিন্তু ব্রিকস সম্মেলনে পাকিস্তানকে নিয়ে আলোচনায় কোনো আগ্রহ দেখায়নি। আর চীনা বিদেশ মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, কোনো একটি দেশ বা ধর্ম বা জাতির নামকে সন্ত্রাসের সঙ্গে জুড়ে দেখানোর নীতিতে বেজিং বিশ্বাসী নয়। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইতে পাকিস্তানও অনেক ত্যাগ স্বীকার করেছে বলে চীনা বিদেশ মন্ত্রণালয় তরফে মন্তব্য করা হয়।

তবে ভারতের অস্বস্তি এখন আর শুধু চীনের সেই মন্তব্যে সীমাবদ্ধ নেই। বিষয়টি নিয়ে মার্কিন মুখপাত্র যেভাবে মন্তব্য এড়িয়ে গিয়েছেন, তাতেও অস্বস্তি তৈরি হয়েছে।

মোদী ব্রিকস মঞ্চে বলেছিলেন, ‘পাকিস্তান গোটা বিশ্বের সন্ত্রাসবাদের ধারক ও বাহক (মাদারশিপ অব টেররিজম)।’ মোদীর এই মন্তব্য সম্পর্কে আমেরিকার অবস্থান জানতে চাওয়া হলে হোয়াইট হাউজের প্রেস সচিব জশ আর্নেস্ট বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি ঠিক মতো অবহিত নই। তবে বিভিন্ন বিষয় নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে যে গভীর মতভেদ রয়েছে, তা মিটিয়ে নেওয়ার শান্তিপূর্ণ পথ খুঁজতে আমরা দু’দেশকেই পরামর্শ দিয়েছি।’

আমেরিকার এই অবস্থান তাৎপর্যপূর্ণ। সম্প্রতি সন্ত্রাস ইস্যুতে বার বার ভারতের পাশে দাঁড়ানোর যে দাবি করা হয়েছে বারবার, জশ আর্নেস্টের মন্তব্যে সেই চড়া সুরের অনুপস্থিতি রয়েছে। তাহলে কী ভারতের কূটনৈতিক আক্রমণকে ‘অতিরিক্ত আগ্রাসন’ বলে মনে করছে আমেরিকাও? প্রশ্ন উঠে গিয়েছে ভারতের কূটনীতিক মহলেও। সূত্র: আনন্দবাজার

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন