পাকিস্তানকে ৮টি সাবমেরিন দেবে চীন

  21-10-2016 08:24PM


পিএনএস ডেস্ক : ভারতের সাথে উত্তেজনার মধ্যেই চীন নিশ্চিত করল, তারা পাকিস্তানকে আটটি টাইপ ০৩৯এ ইয়ুয়ান-ক্লাস সাবমেরিন দেবে। এর দাম পড়বে প্রায় ৫ বিলিয়ন ডলার। এটাকে বেইজিংয়ের বৃহত্তম সামরিক চুক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

২০২৩ সাল নাগাদ সাবমেরিনগুলো পাকিস্তান হাতে পাবে। চীনের সামরিক ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে সব সাবমেরিন সক্রিয়ভাবে পেতে ২০২৮ সাল লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সামরিক সম্পর্ক শীতল হতে থাকার প্রেক্ষাপটে ইসলামাবাদ-বেইজিং ঘনিষ্ঠতা বাড়ছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন