ইতালীয় উপকূল থেকে ১৪ শরণার্থীর মৃতদেহ উদ্ধার

  23-10-2016 03:56PM

পিএনএস, ডেস্ক: ইতালীয় উপকূল থেকে ১৪ শরণার্থীর মৃতদেহ উদ্ধার করেছে উপকূলরক্ষীরা। এছাড়া আরো ২ হাজার ৪শ’ শরণার্থীকে জীবিত উদ্ধার করা হয়েছে। দু’দিনের অভিযানে ওই শরণার্থীদের উদ্ধার করা হয়।
শরণার্থীরা রাবার এবং অন্যান্য ছোট নৌকায় করে সাগর পাড়ি দিচ্ছিল বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। শুধুমাত্র শনিবারেই ২০ বার অভিযান চালিয়েছে উপকূলরক্ষীরা।
শনিবার ডক্টরস উইদাউট বর্ডার্সের এক টুইট বার্তায় জানানো হয়েছে, অভিযান চলাকালীন সময়ে চার শিশুসহ ১২ জনের মৃত্যু হয়েছে।
ইউরোপে পাড়ি দিতে গিয়ে এ পর্যন্ত বহু শরণার্থী প্রাণ হারিয়েছে। এ বছরই সাগর পথে তিন হাজারের বেশি শরণার্থী নিখোঁজ অথবা মৃত্যু হয়েছে। এত কিছুর পরেও দিনের পর দিন জীবনের ঝুঁকি নিয়ে শরণার্থীরা ইউরোপে পাড়ি দিচ্ছে।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন