গ্রেফতার ‘আফগান মোনালিসা’

  26-10-2016 05:54PM

পিএনএস ডেস্ক : বিশ্ববিখ্যাত নীল চোখের অধিকারী শরবত বিবিকে গ্রেফতার করা হয়েছে৷ অভিযোগ তিনি পরিচয়পত্রে তথ্য জালিয়াতি করেছেন৷ তাকে গ্রেফতার করেছে পাকিস্তান ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি৷ ন্যাশনাল জিওগ্রাফিকখ্যাত সরবত বিবি পরিচিত ‘আফগান মোনালিসা’ বা ‘আফগান গার্ল’ নামেও৷

শরবত বিবি একইসঙ্গে আফগানিস্তান ও পাকিস্তানের দ্বৈত নাগরিকত্ব পেয়েছেন৷ তার দুটি পরিচয়পত্র বাজেয়াপ্ত করা হয়েছে৷ তথ্য জালিয়াতির ঘটনায় জড়িত এক সরকারি কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে৷ পাকিস্তানের জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত দফতর ‘এনএডিআরএ’ সরবত বিবি ও তার দুই সন্তানের পরিচয় বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে৷ শরবত বিবির সন্তানদের নিয়ে জটিলতা রয়েছে৷ সরকারিভাবে তিনি দুই কন্যা ও এক পুত্রের মা৷ বিতর্ক এখানেই৷
দাবি করা হয়ে থাকে তার দুই পুত্র রয়েছে৷ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পাকিস্তান সরকার৷ শেষপর্যন্ত তথ্য গোপনের অভিযোগে গ্রেফতার আফগান মোনালিসা৷

এক সাধারণ আফগান শরণার্থী ছিলেন এই আফগান মহিলা৷ সোভিয়েত আমলে দেশ ছেড়ে পাকিস্তানে আশ্রয় নিয়েছিলেন৷ ১৯৮৪ সালের ঘটনা৷ ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের চিত্রগ্রাহক স্টিভ ম্যাকারি পেশোয়ারের আফগান শরণার্থী শিবিরে ধুসর নীল চোখের এক আফগান মহিলার ছবি তেলেন৷ ১৯৮৫ সালে সেই ছবি ন্যাশনাল জিওগ্রাফিক তাদের প্রচ্ছদে সেই ছবি প্রকাশ করে৷ অনামি শরবত বিবিকে ঘিরে আলোড়ন ছড়ায়৷ নাম দেয়া হয় আফগান গার্ল বা আফগান মোনালিসা৷ আন্তর্জাতিক শরণার্থীদের আইকন হিসেবে চিহ্নিত হয়ে যান শরবত বিবি৷

পেশোয়ারেই থাকতেন তিনি৷ ১৯৮০-এর দশকের শেষ দিকে তিনি বিয়ে করেন, ১৯৯২ সালে আফগানিস্তানে ফিরে যান। তার পারিবারিক জীবন নিয়ে বিতর্ক রয়েছে৷

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন