২৩২ জনকে শিরশ্ছেদ করেছে আইএস

  28-10-2016 06:32PM

পিএনএস ডেস্ক : মসুলে জয়ের খুব কাছাকাছি চলে এসেছে ইরাকি সেনারা। বিপদ আসন্ন জেনে বেসামরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। গত সপ্তাহে ২৩২ জনকে শিরশ্ছেদ করে হত্যা করেছে জঙ্গিরা। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘ।

বুধবার ২৩২ জনকে হত্যা করেছে আইএস। এদের মধ্যে ১৯০ জনই দেশটির নিরাপত্তা বাহিনীর সাবেক সদস্য। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র রাভিনা শামদাসানি জেনেভায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

শামদাসানি বলেন, জঙ্গিরা উত্তরাঞ্চলীয় মসুল শহরের লোকজনকে জোর করে আটকে রেখেছে। সেখান থেকে যারাই পালাতে চাচ্ছে তাদেরকেই অমানবিকভাবে হত্যা করা হচ্ছে।

বেসামরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করে বাঁচার চেষ্টা করছে জঙ্গিরা। যারাই জঙ্গিদের কথার অবাধ্য হচ্ছে তাদেরকেই শিরশ্ছেদ করে হত্যা করা হচ্ছে। তবে সরকারের সাবেক নিরাপত্তা বিভাগে যারা কাজ করেছে বেছে বেছে তাদেরও হত্যা করা হচ্ছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন