সিগারেট বিক্রি বন্ধ করছে বিশ্বের সর্ববৃহৎ তামাক কোম্পানি

  01-12-2016 08:40AM

পিএনএস ডেস্ক: বিশ্বের সর্ববৃহৎ তামাক কোম্পানি ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল সিগারেট বিক্রি বন্ধ করতে যাচ্ছে। কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা আন্দ্রে কালান্টজোপোলোস এ তথ্য জানিয়েছেন। বুধবার বিবিসি রেডিও ফোরকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাজ্যে বিকল্প হিসেবে নতুন এক ধরনের সিগারেট বাজারজাত করার কথা বলেছেন তিনি।

বিশ্বের সর্ববৃহৎ এই কোম্পানিটি জাপান, সুইজারল্যান্ড এবং ইতালিসহ এক ডজনেরও বেশি দেশে ধোঁয়াবিহীন আইকিউওএস সিগারেট বিক্রি করেছে। সিগারেটের উৎপাদন বন্ধ করে যুক্তরাজ্যের বাজারেও ধোঁয়াবিহীন সিগারেট বাজারজাতের কথা ভাবছে।

কোম্পানিটি বলছে, সিগারেটের চেয়ে এটির ক্ষতির পরিমাণ খুবই কম হবে। বিবিসি রেডিও ফোরকে দেয়া সাক্ষাৎকারে আন্দ্রে কালান্টজোপোলোস বলেছেন, আমি বিশ্বাস করি, এমন এক সময় আসবে যখন বলতে পারবো এই পণ্যের বিকল্প হিসেবে আমাদের পর্যাপ্ত পণ্য আছে।

তিনি বলেন, ‘আমি প্রত্যাশা করছি, এটি খুব শিগগিরই হবে’।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন