ট্রাম্প-নওয়াজ শরীফ ফোনালাপ : পাকিস্তানের সমস্যা মেটাতে আগ্রহী ট্রাম্প

  01-12-2016 11:32AM


পিএনএস ডেস্ক: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পাকিস্তান যাতে অমিমাংসিত সমস্যার সমাধান খুঁজে পায়, সে জন্য তিনি যে কোনো ভূমিকা রাখতে ইচ্ছুক। বুধবার তিনি পাক-প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে টেলিফোনে আলাপকালে এ ইচ্ছার কথা জানান।

ডনের খবরে বলা হয়, টেলিফোনে কথোপকথনের সময় নওয়াজ বিজয়ের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানান।

এ সময় ট্রাম্প বলেন, পাকিস্তানের সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারলে আমি সম্মানিত হবো এবং এ জন্য যা প্রয়োজন তা ব্যক্তিগতভাবেই করবো।

আলাপকালে ট্রাম্প নওয়াজের প্রশংসা করে বলেন, আপনি অসাধারণ মানুষ। দেশের জন্য আপনার কাজ চোখে পড়ার মতো।

এসময় শিগগিরই নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করার আকাঙ্ক্ষা পোষণ করেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প পাকিস্তানকে অসাধারণ সুযোগের এক বিস্ময়কর দেশ বলে অভিহিত করনে এবং দেশটিতে কিছু অত্যন্ত বুদ্ধিজীবী মানুষ রয়েছে বলে মন্তব্য করেন।

পাক-প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। উত্তরে তিনি বলেন, পাকিস্তান সফর ও দেশটির জনগণের সঙ্গে সাক্ষাৎ করতে তিনি আগ্রহী।

এর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর ইস্যু সমাধানে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন