অস্ট্রেলিয়ায় হাঙরের আক্রমণে আহত ১

  01-12-2016 01:35PM


পিএনএস ডেস্ক: অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে আজ বৃহস্পতিবার হাঙরের আক্রমণে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। হাঙরের আক্রমণে ওই ব্যক্তির হাত ও পা ক্ষতবিক্ষত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছেন। ৬৫ বছর বয়সী লোকটি কোনো রকমে হাঙরের কবল থেকে নিজেকে মুক্ত করে সাঁতরে তীরে পৌঁছতে সক্ষম হন। তাকে দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

সিডনি থেকে ৩০০ কিলোমিটার (১৮০ মাইল) উত্তরে ফরেস্টের কাছে সেভেন মাইল বিচে এ ঘটনা ঘটে। নিউক্যাসল হেরাল্ড পত্রিকা জানিয়েছে, সাদা হাঙরটি ৩.৫ মিটার (১১ফুট) দীর্ঘ বলে ধারণা করা হচ্ছে। প্যারামেডিকসরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সৈকতটি জনসাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন