আবারো পররাষ্ট্রমন্ত্রী কিসিঞ্জার?

  02-12-2016 07:43AM


পিএনএস ডেস্ক : আর বাকি মাস দেড়েক। সরকারিভাবে ২০ জানুয়ারি হোয়াইট হাউসে আসছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সূত্রের খবর, স্বামীর ঘর করতে এখনই ওয়াশিংটনে আসছেন না হবু মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। আপাতত তিনি থাকবেন নিউ ইয়র্কেই। তা হলে কারা আসছেন ট্রাম্পের সঙ্গে? তাঁ ক্যাবিনেটে কারা— আপাতত এ নিয়েই জোর জল্পনা মার্কিন মুলুকে।

নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ছাড়া ট্রাম্পের মন্ত্রিসভায় এখন পর্যন্ত ঘোষিত নাম মাত্র তিনটি—‘হোয়াইট হাউসের চিফ অব স্টাফ’ পদে রেইন্স প্রিবেস, প্রেসিডেন্টের মুখ্য মন্ত্রণাদাতা স্টিভ ব্যানন এবং জাতিসঙ্ঘে মার্কিন দূত নিকি হ্যালি। বাকি পদের নিয়োগ নিয়ে খোলসা করে তেমন কিছুই বলছেন না ট্রাম্প। মাঝেমাঝে দু’-একটা পছন্দের নাম ঘোষণা করে বোমা ফাটাচ্ছেন শুধু। হোয়াইট হাউসের পানি তাই ঘোলাটেই! আর কিছু নাম ঘোরাফেরা করছে মার্কিন সংবাদমাধ্যমেরই সৌজন্যে।

একটি নাম বিশেষভাবে আলোচিত হচ্ছে তা হলো হেনরি কিসিঞ্জারের নাম। অনেকেই বলছে, তিনি আবার হতে পারেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন