ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি, সৌদি আরবে ১৫ জনের মৃত্যুদণ্ড

  06-12-2016 09:58PM


পিএনএস: ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ১৫ জনকে মৃত্যুদণ্ড এবং বেশ কয়েকজনকে কারাদণ্ডাদেশ দিয়েছে সৌদি আরব সরকার।

সৌদি আরবের রাজধানী রিয়াদের এক আদালত বাকিদের ছয় মাস থেকে ২৫ বছর পর্যন্ত কারাদণ্ডাদেশ দিয়েছেন। ৩২ জনের বিরুদ্ধে ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির এই মামলা তিন বছর ধরে চলছিল। ৩২ জনের মধ্যে ৩০ জন সৌদি নাগরিক, একজন ইরানি এবং একজন আফগানিস্তানের নাগরিক।

সমালোচকরা বলেছেন, উচ্চ পর্যায়ের এই বিচার সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এই উপসাগরীয় দেশটির অর্থনৈতিক দুর্দশা থেকে মনোযোগ সরানোর প্রচেষ্টা।

২০১৩ সালে এই ৩২ জনকে আটক করা হয় এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে বিচার শুরু হয়।

সৌদি রাষ্ট্রপরিচালিত গণমাধ্যম বলেছে, সন্দেহভাজনরা স্পর্শকাতর জাতীয় নিরাপত্তা তথ্য ইরানের কাছে দিয়েছে।

এই ৩২ জনের বিরুদ্ধে সৌদি আরবের গোপন তথ্য শত্রু দেশ ইরানের কাছেই তুলে দেওয়ার অভিযোগ এনেছে সৌদি সরকার। এ ছাড়া তাদের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খোমেনির সঙ্গে বৈঠক, ইরানি গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ, অস্ত্র রাখা এবং ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে।



পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন