ভারতের হায়দারাবাদে ভবন ধসে নিহত ২

  09-12-2016 12:10PM


পিএনএস ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর হায়দারাবাদে নির্মাণাধীন একটি ছয়তলা ভবন ধসে দুইজন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

আরও অন্তত দশজন ওই ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে এনডিটিভির খবরে জানানো হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, হায়দারাবাদের নানাকরামগুদা এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় যখন এ দুর্ঘটনা ঘটে, পাঁচটি পরিবার তখন ওই ভবনে ছিল।

এর মধ্যে চারটি পরিবার ওই ভবনের টাইলস ও কাঠমিস্ত্রিদের, আর অন্যটি ভবনের নিরাপত্তাকর্মীর।
এনডিটিভি জানিয়েছে, ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে। শুক্রবার সকালে সেখান থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে এক নারী ও এক শিশুকে।

স্থানীয় পুলিশের উপ কমিশনার বিশ্ব প্রসাদ বলেছেন, ওই ভবন নির্মাণের ক্ষেত্রে ইমারত বিধি ঠিকমক মানা হচ্ছিল না বলে তারা তথ্য পেয়েছেন।

গ্রেটার হায়দারাবাদ মিউনিসিপাল করপোরেশনের মেয়র বোনথা রাম মহান বলেন, “ভবনের কাঠামো দুর্বল, যেসব সামগ্রী ব্যবহার করা হয়েছে- তার মানও ভালো নয়। এ কারণেই দালান ধসে পড়েছে। ”
তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী এন নরশিমা রেড্ডি, কর মন্ত্রী পদ্ম রাও এবং পুলিশ প্রধান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন