অস্ট্রেলিয়াতে পুরুষ 'ধর্ষণ' বৃদ্ধি পাচ্ছে!

  09-12-2016 02:15PM

পিএনএস ডেস্ক: সম্প্রতি ধর্ষণের আতঙ্ক বৃদ্ধি পেয়েছে অস্ট্রেলিয়াতে। তবে নারীরা নয়, সেখানে ধর্ষণের আতঙ্কে রয়েছেন পুরুষরা।

বিশেষত বালক এবং কিশোরদের ওপরে ধর্ষণের হার বলা যায় হটাত করেই অনেক বেশি বেড়ে গিয়েছে।
কখনও মাদক ব্যবহার করে, আবার কখনও অস্ত্র দেখিয়ে রাতের অন্ধকারে রাস্তা থেকে তুলে নেওয়া হচ্ছে তাদের। তারপরে চলন্ত গাড়িতে করা হচ্ছে ধর্ষণ। গত সপ্তাহে এমনই একটি ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সিডনিতে রাতে জনহীন রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল একটি কিশোর। ১০ জনের একটি মেয়েদের দল তার পিছু নেয়। কিছুক্ষণ পরেই তাকে ঘিরে ফেলে মেয়েদের দুষ্কৃতীদের ওই দলটি। তারপরে গলার সামনে ছুরি ধরে তাকে একটি পার্কে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় তাকে। সুযোগ পেয়েই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই ছেলেটি। এরপর পুলিসের কাছে অভিযোগও করা হয়।

ছেলেটিকর বর্ণনার ভিত্তিতে ওই মেয়ে দু্ষ্কৃতীদের একটি ছবি আঁকানো হয়েছে। তবে কিশোরটি জানিয়েছে, অন্ধকার থাকায় মেয়েগুলির মুখ ঠিক করে দেখতে পায়নি সে। তবে অধিকাংশ দুষ্কৃতীর বয়স ১৭ থেকে ২১-এর মধ্যে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন