‘অচিরেই ইউরোপ হবে মুসলিম অধ্যুষিত মহাদেশ’

  17-01-2017 08:03AM

পিএনএস ডেস্ক: ইউরোপ অচিরেই মুসলিম অধ্যুষিত অঞ্চলে পরিণত হবে বলে ভবিষ্যতবাণী করেছেন, ইতালিয়ান ক্যাথলিক চার্চের আর্চবিশপ মনসিগনর কার্ল লিবার্টি।
সম্প্রতি ইতালি মুসলিম অভিবাসীদের প্রধান গন্তব্যে পরিণত হয়েছে। গত দুই বছরে সমুদ্রপথে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়া থেকে প্রায় ৩,৩০,০০০ অভিবাসী ইতালিতে প্রবেশ করেছে। অভিবাসীদের স্রোতের উপর নির্ভর করে তিনি একথা বলেন।
তিনি বলেন, মুসলিম অভিবাসীদের ক্রমাগমন, ধর্মান্তর ও ইউরোপীয়দের মাঝে নাস্তিক্যবাদের প্রসারের কারণে ইউরোপ অদূর ভবিষ্যতে মুসলিম প্রধান মহাদেশে পরিণত হবে।
তিনি আরো বলেন, আমাদের নির্বুদ্ধিতার জন্য আগামী ১০ বছরের মধ্যে আমরা সবাই মুসলিম হয়ে যাবো। কারণ, ইতালি ও ইউরোপ পৌত্তলিকতা ও নাস্তিক্যের দিকেই হাটছে। তারা এমন সব আইন করছে যা খোদাদ্রহিতার শামিল। তারা আজ পৌত্তলিক ঐতিহ্যকে ধারণ ও লালন করছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন