ভারতে সেলফি তুলতে গিয়ে টেনে কাটা পড়ে ২ কিশোর নিহত

  17-01-2017 02:07PM

পিএনএস ডেস্ক: গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে সেলফি রোগ। এই রোগে নাওয়া-খাওয়ার কথাও ভুলে যাচ্ছে একটি বয়সের ছেলে-মেয়েরা। এবার সেই সেলফিই কাল হলো দুই কিশোরের ভাগ্যে। একটি সেলফির বিনিময়ে ঝরলো দুটি তাজা প্রাণ।

গত শনিবার দুপুরে ভারতের দিল্লির আনন্দ বিহারে চলন্ত ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছে দুই কিশোর। নিহতরা হলেন যশ কুমার (১৬) ও শুভম (১৪)।

জানা যায়, গত শনিবার ভালো ছবি তোলার জন্য তিন বন্ধুকে সঙ্গে নিয়ে যশ এবং শুভম আনন্দ বিহারের রেললাইনে যান। পাঁচ বন্ধু মিলে ৪০০ টাকা দিয়ে একটা ডিএসএলআর ক্যামেরাও ভাড়া করেন।

বেঁচে যাওয়া বাকি তিন কিশোরের সঙ্গে কথা বলে জানা যায়, ফেসবুকে ভালো ছবি আপলোড করার জন্যই তারা রেললাইনের মাঝখানে দাঁড়িয়ে ছবি তোলার সিদ্ধান্ত নিয়েছিলেন। ঠিক হয়েছিল, দুই পাশের দুই লাইন দিয়ে যখন ট্রেন যাবে তখন তোলা হবে ছবি।

পাঁচ বন্ধু রেললাইনে সেলফি তুলতে এতটাই মশগুল ছিল যে খেয়ালই করেননি অন্যদিক থেকে ট্রেন এসে গেছে। গোটা বিষয়টি দেখে আচমকা ভয় পেয়ে যশ এবং শুভম অপর ট্র্যাকটিতে ঝাঁপ দিলে উল্টো দিক থেকে আসা আর একটি ট্রেন তাদের পিষে দিয়ে চলে যায়।

মর্মান্তিক এ দুর্ঘটনার পর মাধ্যমিক পরীক্ষার্থী যশের মা জানান, যশের মডেলিংয়ে শখ ছিল। তাই সে ছবি তোলার প্রতি আকৃষ্ট ছিল। যশ লেখাপড়ায়ও ভালো ছিল।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন