জাপান ও ফিলিপাইনে বিক্ষোভ

  20-01-2017 09:01PM

পিএনএস: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে জাপানের রাজধানী টোকিও ও ফিলিপাইনের রাজধানী ম্যানিলায়। এর কয়েক ঘণ্টা পর যুক্তরাজ্যের রাজধানী ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তার শপথ গ্রহণের কথা।

বিক্ষোভকালে কিছু বিক্ষোভকারীর হাতে ছিল বৈদ্যুতিক মোমবাতি। আর কিছু বিক্ষোভকারী হাতে ছিল ট্রাম্পবিরোধী স্লোগান সংবলিত প্ল্যাকার্ড। এতে লেখা ছিল ট্রাম্পকে ঘৃণা কর ও অপর একটিতে লেখা ছিল নারী অধিকারই মানবাধিকার। এই সব মোমবাতি ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভকারীরা শহরের মধ্যস্থল দিয়ে মিছিল করে।

এর কয়েক ঘণ্টা আগে ফিলিপাইনেও বিক্ষোভ প্রদর্শন করা হয়।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন