এক গুলিতেই তিন আইএস জঙ্গি নিহত!

  24-01-2017 12:47PM

পিএনএস ডেস্ক: ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) তিন জঙ্গি এক গুলিতেই নিহত হয়েছেন। এক ব্রিটিশ সৈন্য এক হাজার ৮০০ মিটার দূর থেকে গুলিটি ছুড়েছিলেন!

বিট্রেনের স্পেশাল এয়ার সার্ভিসের (এসএএস) সদস্যরা গত নভেম্বরে ইরাকের একটি গ্রামে ওই অভিযান পরিচালনা করেন। সেখানে আইএস জঙ্গিরা নারী ও শিশুদের গুলি করার প্রস্তুতি নেওয়ার সময়ই গুলিটি ছোড়া হয়।

দূর থেকে নির্দিষ্ট লক্ষ্যে গুলি করতে দক্ষ ওই সৈন্য (স্নাইপার) তার বন্দুক থেকে গুলিটি ছুড়লে প্রথমটি জঙ্গির মাথায়, এরপর অন্যজনের বুকে এবং শেষের জনের ঘাড়ে গুলিটি বিদ্ধ হয়। ঘটনাস্থলেই তারা তিনজন নিহত হন।



এরপর স্পেশাল এয়ার সার্ভিসের দলটি গুলি করতে করতে বাড়িটিতে প্রবেশ করে। তারা ওই এলাকা ত্যাগ করার আগে জঙ্গিদের আঙুলের ছাপ ও ছবি নিয়ে নেন এবং পুরো বাড়ি তল্লাশি করেন।

ডেইলি মেইল জানায়, একটি ঘরের দ্বিতীয় তলায় বেসামরিক নাগরিকদের জড়ো করা হয়েছিল। জঙ্গিরা তাদের দিকে বন্দুক তাক করে এবং জানালা বন্ধ করার নির্দেশ দেয়। তখনই স্পেশাল এয়ার সার্ভিসের দলটি সিদ্ধান্ত নেয়, তাদের বাঁচানোর জন্য গুলি করা ছাড়া আর কোনো উপায় নেই।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন