জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ৩ ভারতীয় সেনা নিহত

  23-02-2017 02:28PM

পিএনএস ডেস্ক: ভারতের কাশ্মীরে সেনাবহরে এক সন্ত্রাসী হামলায় তিন সৈন্যসহ একজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল বুধবার স্থানীয় সময় রাত আড়াইটার দিকে জম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলায় এ ঘটনা ঘটে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস ও এনডিটিভির।

খবরে বলা হয়, সোপিয়ান জেলায় বুধবার মধ্যরাতের পর ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের সেনারা মাতৃগ্রামে সন্ত্রাস বিরোধী অভিযান শেষে ব্যারাকে ফিরছিল। সাতটি গাড়ির ওই বহরে স্থানীয় সময় রাত আড়াইটার দিকে সন্ত্রাসীরা ভারী অস্ত্র নিয়ে হামলা চালায়। জবাবে পাল্টা গুলি চালায় সেনারা। সেখানে প্রায় এক ঘণ্টা ধরে গোলাগুলি চললেও সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এতে ঘটনাস্থলেই এক সেনার মৃত্যু হয়। পরে আরও ‍দুইজন মারা যান। আহতের অবস্থাও আশঙ্কাজনক, তাদের মধ্যে দুইজন সেনা কর্মকর্তা রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাদের শ্রীনগর নিয়ে যাওয়া হয়েছে।

নিহত নারীর নাম জান বেগম। সংঘর্ষের মধ্যে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান।

হামলাকারিদের খুঁজে বের করতে ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে।

গত তিন সপ্তাহে জাম্মু ও কাশ্মীরে সেনাদের উপর এটা চতুর্থ বড় ধরণের হামলা। আগের তিনটি হামলায় এক মেজরসহ ছয় সেনা নিহত হয়েছেন।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন