ট্রাম্পের প্রচারণাকালের বক্তব্যগুলো বিষাক্ত: অ্যামনেস্টি

  23-02-2017 10:24PM

পিএনএস ডেস্ক : নির্বাচনি প্রচারণায় সময় দেওয়া ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন বক্তব্যকে ‘বিষাক্ত' আখ্যা দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল৷ সংস্থাটি মনে করছে, ওইসব বক্তব্য বিশ্বকে এখন আরও অন্ধকার ও অস্থিতিশীল করে তুলবে৷ অ্যামনেস্টির ওয়েবসাইট থেকে এসব কথা জানা গেছে।

বুধবার প্যারিসে ২০১৬ সালে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতির ওপর এক প্রতিবেদন প্রকাশ করেছে অ্যামনেস্টি৷ এই উপলক্ষ্যে দেয়া এক বিবৃতিতে ট্রাম্পের প্রচারণাকালীন বক্তব্যের প্রসঙ্গ উঠে আসে।

সংস্থাটি বলছে, ‘প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ‘বিষাক্ত’ বক্তব্য বিশ্বব্যাপী ক্রোধ ও বিভাজনের রাজনীতির একটি ধরন হিসেবে আবির্ভূত হয়েছে৷' এর ফলে বিশ্ব এখন একটি ‘আরও অন্ধকার....অস্থিতিশীল স্থান'-এ পরিণত হয়েছে।

ট্রাম্পের কারণেই ইউরোপ ও অ্যামেরিকায় শরণার্থীদের লক্ষ্য করে দেয়া ‘ঘৃণাবাচক বক্তব্য'র সংখ্যা বেড়েছে বলে মনে করছে অ্যামনেস্টি৷

মানবাধিকারের বিষয় বিবেচনায় ২০১৬ সালকে ‘ভয়াবহ' উল্লেখ করে অ্যামনেস্টি বলছে, ঐ সময়ে বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধাপরাধের মতো ঘটনা ঘটেছে৷ বিভিন্ন সময় শরণার্থীদের বলির পাঁঠা বানানোর চেষ্টা হয়েছে এবং এসব ঠেকাতে বিশ্বশক্তিগুলো ব্যর্থ হয়েছে৷

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল





@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন